ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কেন্দ্রীয় তহবিলের ডিজির অব্যাহতি হাইকোর্টে স্থগিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জুন ৮, ২০২০
কেন্দ্রীয় তহবিলের ডিজির অব্যাহতি হাইকোর্টে স্থগিত

ঢাকা: শ্রম মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ডা. এ এম এম আনিসুল আউয়ালকে অব্যাহতি দিয়ে নতুন মহাপরিচালক নিয়োগের আদেশ ৩০ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে আনিসুল আউয়ালের করা রিটের শুনানি নিয়ে সোমবার (৮ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

পরে তিনি জানান, ২ জুন শ্রম মন্ত্রণালয়ের এক আদেশে ডা. এ এম এম আনিসুল আউয়ালকে অব্যাহতি দিয়ে নতুন মহাপরিচালক হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মো. আমীর হোসেনকে নিয়োগ দেন।  

সানজিদ সিদ্দিকী বলেন, কোনো প্রকার নোটিশ না দিয়ে এভাবে একইদিন একই আদেশে একজনকে অব্যাহতি দিয়ে আরেকজনকে নিয়োগ দিতে পারে না। কোনো প্রকার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। তাই আনিসুল আউয়াল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। শুনানি শেষে আদালত ২ জুনের শ্রম মন্ত্রণালয়ের আদেশ ৩০ দিনের জন্য স্থগিত করেছেন।   

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুন ০৮, ২০২০
ইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।