ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

শ্রমিকদের বেতন বিষয়ে মন্ত্রণালয়ের আদেশ রদে নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুন ৭, ২০২০
শ্রমিকদের বেতন বিষয়ে মন্ত্রণালয়ের আদেশ রদে নোটিশ

ঢাকা: এপ্রিল মাসে সম্পূর্ণ কাজ করা শ্রমিকরা পুরো মাসের বেতন পাবেন এবং যারা করেননি তারা ৬৫ শতাংশ পাবেন শ্রম মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত নিয়ে জারি করা আদেশ বাতিলে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল নোমানের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী ড. উত্তম কুমার দাস। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক এবং উপ-সচিব (আইন শাখা), বরাবরে এ নোটিশ পাঠানো হয়।

রোববার (৭ জুন) আব্দুল্লাহ আল নোমান জানান, সাতদিনের সময় দিয়ে ২ মে এ নোটিশ পাঠানো হয়েছে। এ সময়ে ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে রিট দায়ের করবো।

তিনি আরও জানান, শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয় থেকে ১০ মে একটি আদেশ জারি করা হয়। যাতে বলা হয়, ‘২)  ক) এপ্রিল-২০২০ মাসে যেসব শ্রমিকরা সম্পূর্ণ মাস কাজ করেছেন, তারা পূর্ণ মাসের বেতন-ভাতা পাবেন। যারা কাজ করেননি তারা মোট বেতন ভাতার ৬৫ শতাংশ পাবেন ...। ’

আব্দুল্লাহ আল নোমান বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওই আদেশ জারি করাকে সংবিধান ও এইক্ষেত্রে প্রযোজ্য বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট বিধানের লঙ্ঘন এবং আইনগত ক্ষমতা বহির্ভুত। এ কারণে আদেশটি বাতিল ও রদ করার দাবিতে লিগ্যাল নোটিশ দিয়েছি।

তার মতে, করোনা সংক্রমণ (কোভিড-১৯) প্রতিরোধ করার লক্ষ্যে সরকার ২৪ মার্চ ২০২০ ইস্যু করা নোটিশের মাধ্যমে ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি কার্যকর করে, যা টানা ৩০ মে ২০২০ পর্যন্ত বলবৎ থাকে। এ সময় লোকজনের বাইরে যাওয়া এবং গণপরিবহনের ওপর নিষেধাজ্ঞা বলবৎ ছিল। তাই এ সময় যদি কোনো শ্রমিক ও কর্মচারী তার কর্মস্থলে না যেতে পারে তা তার ইচ্ছাকৃত নয়। এটি পরস্থিতিগত। তাই সেই কারণে সংশ্লিষ্ট শ্রমিকের মজুরি থেকে কর্তন বে-আইনি হবে।

** করোনায় বন্ধ গামের্ন্টসের শ্রমিকরা বেতন পাবেন ৬৫ শতাংশ

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুন ০৭, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।