ঢাকা, মঙ্গলবার, ২ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ফেসবুকে নেশা জাতীয় দ্রব‌্য পোস্ট, যুবক কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মে ১৯, ২০২০
ফেসবুকে নেশা জাতীয় দ্রব‌্য পোস্ট, যুবক কারাগারে

ঢাকা: ফেসবুকে নেশা জাতীয় দ্রব্যের ছবি পোস্টের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ফারহান ইমতিয়াজ নাঈম নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম‌্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোমবার (১৮ মে) ভোরে তেজগাঁও থানার পশ্চিম নাখালপাড়া এলাকা থেকে নাঈমকে গ্রেফতার করে র‌্যাব।

এরপর বিভিন্ন সময়ে নেশা জাতীয় দ্রব্যের ছবি পোস্টের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

গ্রেফতারের পর র‌্যাব-২ এর সহকারী পরিচালক এসপি জাহিদ আহসান বলেন, এ ধরনের কাজের জন্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিসহ ঘৃণার উদ্বেগ হতে পারে। যুব সমাজের একটি অংশ মাদকাসক্তির কবলে পড়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। মাদকাসক্ত তরুণরা কর্মশক্তি, মেধা ও সৃজনশীলতা হারিয়ে নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শ হতে বিচ্যুত হয়, যা দেশ ও জাতির জন্য বয়ে আনে অপূরণীয় ক্ষতি। এ কারণে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ১৯, ২০২০
কেআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।