ঢাকা, মঙ্গলবার, ২ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

না’গঞ্জে ভার্চ্যুয়াল কোর্টে ৪৫ শুনানি, ১৮ জামিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মে ১৮, ২০২০
না’গঞ্জে ভার্চ্যুয়াল কোর্টে ৪৫ শুনানি, ১৮ জামিন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে তিন ভার্চ্যুয়াল আদালতে ৪৫টি মামলার শুনানি হয়েছে। যার মধ্যে বিভিন্ন মামলায় ১৮ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

সোমবার (১৮ মে) আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে ১৫টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। সেখানে সাতটির জামিন মঞ্জুর করেছেন বিচারক।

এছাড়া বাকি আটটি মামলায় জামিন নামঞ্জুর করেছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে ২০টি মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে সাতটির আবেদন মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে ১০টি মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। এতে চারটি মামলার জামিন মঞ্জুর করেন আদালত। দু’টি আদালতেই বাকি মামলার জামিন আবেদন নামঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মে ১৮, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।