ঢাকা, মঙ্গলবার, ২ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

করোনা: সুদমুক্ত ঋণের জন‌্য সা‌ড়ে ৭ হাজার আইনজীবীর আবেদন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
করোনা: সুদমুক্ত ঋণের জন‌্য সা‌ড়ে ৭ হাজার আইনজীবীর আবেদন

ঢাকা: ক‌রোনা ভাইরাস নি‌য়ে সব সরকা‌রি দফতর ও আদাল‌তের কার্যক্রম বন্ধ। তাই আর্থিক চাপ সামলা‌তে সদস‌্যদের বিনা সু‌দে ঋণ সু‌বিধা দি‌চ্ছে ঢাকা আইনজীবী স‌মি‌তি।

সোমবার (২০ এপ্রিল) ঋণের জন‌্য আবেদনের শেষ সময় ছিল। ইমেই‌লের মাধ‌্যমে সেই ঋণের জন‌্য আবেদন ক‌রে‌ছেন প্রায় সা‌ড়ে সাত হাজার আইনজীবী।



মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি ইকবাল হো‌সেন ব‌লেন, ঋণের জন‌্য সাত হাজার ৫১১ জন সদস‌্য আবেদন ক‌রে‌ছেন। আবেদনগুলোর বিষয়ে আগামী ২৩ এপ্রিল কার্যনির্বাহী ক‌মি‌টির সভা হ‌বে।  

তাছাড়া বা‌রের সা‌বেক সভাপ‌তি-সাধারণ সম্পাদক‌দের স‌ঙ্গে আমরা বসবো। এরপর এক‌টি ক‌মি‌টি গঠ‌নের মাধ‌্যমে দ্রুত ঋণ প্রদান কার্যক্রম শুরু করবো।

জানা যায়, কিছু আইনজীবী না বুঝে একা‌ধিকবার মেইল পা‌ঠি‌য়ে‌ছেন। তাই যাচাই-বাছাই শে‌ষে আবেদনের সংখ‌্যা কিছু কম‌তে পা‌রে।

এর আগে গত ১৩ এপ্রিল অনলাইনেই স‌মি‌তির কার্যনির্বাহী কমিটির সভায় ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
কেআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।