ঢাকা, মঙ্গলবার, ২ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কুয়েত মৈত্রীর নার্সদের রাতের খাবার দিচ্ছেন আইনজীবী আহসান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
কুয়েত মৈত্রীর নার্সদের রাতের খাবার দিচ্ছেন আইনজীবী আহসান

ঢাকা: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের নার্স ও স্টাফদের প্রতি রাতে খাবার দিচ্ছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া।

তিনি বলেন, ২৫ মার্চ থেকে রাজধানীতে খাবার বিতরণ শুরু করি।

প্রথমে দিনে দিতাম। কিন্তু দিনে ভীড় হওয়ায় রাতে দিতাম। এরপর সন্ধ্যা ৬ টার পর বাইরে থাকা নিষেধ করায়, এখন এসময় বিতরণ করছি। এ পর‌্যন্ত অন্তত ৫ হাজার জনের কাছে বিতরণ করেছি। এর মধ্যে খবরে দেখলাম নার্সদের খাবার সঙ্কট। তখন যোগাযোগ করি। পহেলা বৈশাখে নাস্তা পাঠাই। এর মধ্যে জানলাম তাদের দুপুরের খাবার সরকার ব্যবস্থা করছেন। এ কারণে বুধবার রাত থেকে নার্স ও স্টাফদের জন্য প্রতি রাতের খাবার পাঠানো শুরু করেছি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।