ঢাকা, মঙ্গলবার, ২ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: সভাপতি আমিন, সম্পাদক কাজল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: সভাপতি আমিন, সম্পাদক কাজল

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে জয় পেয়েছে সরকার সমর্থক আইনজীবীরা।

অপরদিকে সম্পাদকসহ আটটি পদে বিএনপি সমর্থক আইনজীবীরা জয় পেয়েছে।

দুই দিনব্যাপী এ নির্বাচন বুধবার (১১ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

বৃহস্পতিবারও (১২ মার্চ) একই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। দু’দিনই দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি ছিল। এতে সাত হাজার ৭৮১ জন ভোটারের মধ্যে পাঁচ হাজার ৯৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

রাতভর গণনা শেষে শুক্রবার (১৩ মার্চ) সকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ।

সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) জয়ীরা হলেন- সভাপতি পদে আবু মোহাম্মদ আমিন উদ্দিন (এ এম আমিন উদ্দিন), সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, সহ-সম্পাদক মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া ও মোহাম্মদ ইমতিয়াজ ফারুক, সদস্য পদে মো. হুমায়ুন কবির, মোহাম্মদ মশিউর রহমান।

বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) জয়ীরা হলেন- সহ-সভাপতি মো. আব্দুল জব্বার ভূঁইয়া, সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল, কোষাধ্যক্ষ রাগীব রউফ চৌধুরী, সদস্য আমিরুল ইসলাম (খোকন), মার-ই-আম খন্দকার, মোহাম্মদ মোহাদ্দেস-উল-ইসলাম (টুটুল), মোহাম্মদ মহসিন কবির, মোহাম্মদ সাইফ উদ্দিন (রতন) ।  

এ নির্বাচনে ১৪টি পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ৩১ জন।

নির্বাচনে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) সভাপতি পদে এ এম আমিন উদ্দিন (৩৩৭০), সহ-সভাপতি মো. মনিরুজ্জামান (২৯৩৯) ও সাকিলা রওশন (২৭৪২), সম্পাদক শাহ মঞ্জুরুল হক (২৮১১), কোষাধ্যক্ষ ড. মো. এনামুল হক (২৫৯৫), সহ-সম্পাদক মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া (৩০২১) ও মোহাম্মদ ইমতিয়াজ ফারুক (৩২০৫), সদস্য পদে মো. হুমায়ুন কবির (৩২৫৯), মো. কামরুজ্জামান (২৬৯১), মো. সাফায়েত হোসেন (সজীব-২৯৪৩), মো. তারজেল হোসেন (১৯৯২), মিন্টু কুমার মণ্ডল (২৪২১), মোহাম্মদ মশিউর রহমান (৩১০৪) ও মোহাম্মদ জগলুল কবির (২৫৬৭) ভোট পেয়েছেন।

বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) প্রার্থীরা হলেন- সভাপতি পদে জয়নুল আবেদীন (২৪৫৭), সহ-সভাপতি মো. আব্দুল জব্বার ভূঁইয়া (২৯০৮) ও মো. জালাল উদ্দিন (২৮৪৯), সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল (৩০৭৬), কোষাধ্যক্ষ রাগীব রউফ চৌধুরী (৩৩২৯), সহ-সম্পাদক মাহমুদ হাসান (২৫৪৭) ও আইয়ুব আলী আশ্রাফী (২০০৬), সদস্য আমিরুল ইসলাম (খোকন-৩২০৬), মার-ই-আম খন্দকার (৩৮৪২), মোহাম্মদ মোহাদ্দেস-উল-ইসলাম (টুটুল-৩১২১), মো. শফিউর রহমান (২৩১৭), মোহাম্মদ মহসিন কবির (৩০৮৩), মোহাম্মদ সাইফ উদ্দিন (রতন-৩০৩৯) ও মোহাম্মদ ইকবাল হোসেন (২৪৯৩) ভোট পেয়েছেন।

এ দুই প্যানেলের বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ (৮৪), সহ-সম্পাদক পদে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া (৬৬৮) ও সদস্য পদে তপন কুমার দাস (৭৬৬) ভোট পেয়েছেন।

নির্বাচন পরিচালনার জন্য জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফের নেতৃত্বে গঠন করা হয়েছিল সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সরকার সমর্থক সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। অন্যদিকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন বিএনপি সমর্থক নীল প্যানেলের ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

গত বছরের ১৩ ও ১৪ মার্চ ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে সরকার সমর্থক সাদা প্যানেল নির্বাচিত হয়। অন্যদিকে সম্পাদকসহ আটটি পদে বিএনপি সমর্থক নীল প্যানেল নির্বাচিত হয়।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
ইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।