ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গা‌রো মা-মে‌য়ে হত্যা মামলার প্র‌তি‌বেদন ১৯ জানুয়া‌রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
গা‌রো মা-মে‌য়ে হত্যা মামলার প্র‌তি‌বেদন ১৯ জানুয়া‌রি

ঢাকা: রাজধানীর গুলশান থানার কালাচাঁদপুরে গারো মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ জানুয়া‌রি দিন ধার্য ক‌রে‌ছেন আদালত।

বুধবার (১৮ ডি‌সেম্বর) তদন্ত প্র‌তিবেদন দা‌খি‌লের ‌দিন ধার্য ছিল। ত‌বে এ‌দিন তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক সালাউদ্দিন মিয়া তা দাখিল করতে পারেননি।

 

তাই ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট রা‌জেশ চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন দিন নির্ধারণ করেন।

জানা যায়, ২০১৮ সালের ২০ মার্চ রাজধানীর গুলশানের উত্তর কালাচাঁদপুরের একটি ফ্ল্যাটে খুন হন গারো সম্প্রদায়ের নারী বেসেথ চিরান (৬৫) ও তার মেয়ে সুজাতা চিরান (৪২)। এরপর পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

সুজাতার গলা ও শরীরের বিভিন্ন স্থানে ১৪টি ধারালো অস্ত্রের আঘাত পাওয়ার কথা প্রাথমিক তদ‌ন্তে জানা যায়। অপর‌দি‌কে বেসেথ চিরানেরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রমাণ পায় পুলিশ।  

ওই ঘটনার পর‌দিন সুজাতার স্বামী আশিষ মানকিন বাদী হ‌য়ে গুলশান থানায় এক‌টি মামলা করেন। পরে সুজাতার বোনের ছেলে সঞ্জিত চিরান ও তার তিন বন্ধু রাজু সাংমা, প্রবীণ সাংমা ও শান্তকে এ মামলায় গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডি‌সেম্বর ১৮, ২০১৯
‌কেআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।