ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ডেমরায় ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
ডেমরায় ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক

ঢাকা: রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) র‌্যাব-১০ এর (সিপিসি-১) কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আটকেরা হলেন, দুখু মিয়া (৩১), রনি মিয়া (২১) ও নাদিম হোসেন (২৯)।

সাইফুর রহমান জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় র‌্যাব-১০ এর একটি দল ঢাকার ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে তিনটি চাকু, ছয়টি ব্লেড ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।  

র‌্যাবের এ কর্মকর্তা জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ডেমরা, সাইনবোর্ড ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির করে আসছেন।  

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ১৭ ডিসেম্বর , ২০১৯
এমএমআই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।