ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জাহালম নিয়ে নাটক-সিনেমার ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
জাহালম নিয়ে নাটক-সিনেমার ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা তিন বছর কারাভোগ করে হাইকোর্টের নির্দেশে গত ৩ ফেব্রুয়ারি মুক্তি পান জাহালম

ঢাকা: হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ২৬ মামলার ভুল আসামি জাহালমের জীবনের গল্প নিয়ে নাটক-সিনেমা তৈরির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (২০ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এ আবেদনের পক্ষে ছিলেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল। পরে খুরশীদ আলম খান জানান, জাহলম নিয়ে হাইকোর্টের একটি স্বপ্রণোদিত রুল বিচারাধীন। এ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাহালমের জীবনের গল্প নিয়ে কোনো প্রকার নাটক-সিনেমা কিংবা স্বল্পদৈর্ঘ্য (শর্ট ফিল্ম) তৈরি ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

জাহালমের জীবনের কষ্টের কাহিনি নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্তের ব্যাপারে গত ১৩ মার্চ দু’টি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়। একটি দৈনিকে ‘জাহালমকে নিয়ে সিনেমা, তিনিই জানেন না!’ এবং আরেকটি দৈনিকে ‘জাহালম’ নিয়ে চলচ্চিত্র, অভিনয় করবেন রিজু’ শীর্ষক প্রতিবেদন দু’টি প্রকাশ হয়।

এ বিষয়ে সোমবার (১৮ মার্চ) খুরশীদ আলম খান বলেছিলেন, দু’টি দৈনিকে জাহালমের জীবনের গল্প নিয়ে সিনেমা বানানো হবে বলে প্রতিবেদন প্রকাশিত হয়। এ দু’টি প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে আবেদন করতে যাচ্ছি। কারণ বিষয়টি এখনো বিচারাধীন। তাই বিচারাধীন বিষয় নিয়ে সিনেমা বানানো যাবে না।  

একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, ‘সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলার আসামি হলেন আবু সালেক নামের একজন। কিন্তু নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করে ২৬টি মামলায় আসামি করা হয়। দুদকের মামলায় জাহালম গ্রেফতার হন ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি। তিন বছর কারাভোগ করে হাইকোর্টের নির্দেশে গত ৩ ফেব্রুয়ারি তিনি মুক্তি পান। টাঙ্গাইলের আলোচিত সেই জাহালমের জীবনের গল্প এবার পর্দায় আসছে। ’

‘জাহালমের জীবনের কষ্টের কাহিনি নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন মারিয়া তুষার। এরইমধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতিতে নাম নিবন্ধন করেছেন। জাহালমের নামের সঙ্গে মিলিয়ে ছবির নামও রেখেছেন ‘জাহালম’। তবে জাহালমই জানেন না, তাকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। ’
‘ছবিতে জাহালমের চরিত্রে অভিনয় করবেন রিয়াজুল রিজু, যিনি ‘বাপজানের বায়োস্কোপ’ নামের একটি সিনেমা বানিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ’

জাহালমের জীবনী নিয়ে ছবি নির্মাণের ভাবনা প্রসঙ্গে মারিয়া তুষার বলেন, ‘টেলিভিশনে প্রথম জাহালমের খবরটি জানতে পারি, জাহালমের দুঃখের জীবনের সংবাদটা ছিল সাড়া জাগানো। তার সাক্ষাৎকার দেখার পর মনে হলো, এটা নিয়ে কাজ করা উচিত। আমার কাছে ব্যাপারটা স্পর্শকাতরও মনে হয়েছে। ’

আরেকটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, ‘এবার এই ‘জাহালাম’-কে নিয়ে নির্মাণ হতে যাচ্ছে চলচ্চিত্র। এটি নির্মাণ করবেন মারিয়া আফরিন তুষার। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু। শুধু তিনিই নন, এ চলচ্চিত্রের প্রধান সব চরিত্রেই অভিনয় করবেন আরও ১৪ নির্মাতা। বাকিদের নাম শিগগির জানিয়ে দেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।