ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

রাজশাহী বার নির্বাচন: সরকার সমর্থকদের প্যানেল ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
রাজশাহী বার নির্বাচন: সরকার সমর্থকদের প্যানেল ঘোষণা প্যানেল ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী বার অ্যাসোসিয়েশন নির্বাচনে অ্যাডভোকেট লোকমান আলীকে সভাপতি এবং অ্যাডভোকেট একরামুল হককে সাধারণ সম্পাদক প্রার্থী করে প্যানেল ঘোষণা করেছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।

সোমবার (০৪ মার্চ) দুপুরে ১নম্বর বার ভবনের হল রুমে সভাপতি ও সম্পাদকসহ ২১ সদস্য বিশিষ্ট এ প্যানেলের ঘোষণা করেন রাজশাহী সিটি মেয়র অ্যাডভোকেট এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আশা করছি, বিগত নির্বাচনগুলোর মতোই এবারও এ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করবে।

এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্যানেল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, জিপি অ্যাডভোকেট রবিউল হক কাকর, মহানগর দায়রা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত পিপি এহসান আহমেদ শাহীন, বার কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইয়াহিয়া, অ্যাডভোকেট আসলাম সরকার।

আগামী ২৮ মার্চ রাজশাহী বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।