ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

পটুয়াখালীতে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
পটুয়াখালীতে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালীতে নাসির মাতুব্বর হত্যা মামলার আসামি জাফর প্যাদা (৫৫) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ্ এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৩১ অক্টোবর সন্ধ্যায় রাঙ্গাবালীর চতলাখালী দিয়ে যাচ্ছিলেন নাসির।

এসময় জাফর তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় নাসিরের ভাই বজলুর রহমান মাতুব্বর বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত শেষে ২০০৮ সালের ০১ জানুয়ারি রাঙ্গাবালী থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পরে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে জাফর আদালতে দোষী প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আরিফুল হক টিটু এবং আসামিপক্ষে অ্যাডভোকেট সংকর লাল কর্মকার মামলাটি পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।