ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মাহফুজা হত্যা মামলায় ২ আসামি রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
মাহফুজা হত্যা মামলায় ২ আসামি রিমান্ডে

ঢাকা: ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান দুই আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে এ মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ পরিদর্শক (এসআই) আলমগীর গৃহকর্মী স্বপ্না এবং রুনাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

পরে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

১০ ফেব্রুয়ারি (রোববার) বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সোমবার (১১ ফেব্রুয়ারি) মাহফুজার স্বামী ইসমত কাদির গামা বাসার দুই গৃহকর্মী রেশমা ওরফে রুনা ও স্বপ্নাকে আসামি করে নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন।

মাহফুজার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তিনি ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের এপ্রিল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এমএআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।