ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

একতলাই থাকছে নিউ মার্কেট, বর্ধিত করার সিদ্ধান্ত অবৈধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
একতলাই থাকছে নিউ মার্কেট, বর্ধিত করার সিদ্ধান্ত অবৈধ

ঢাকা: একতলা বিশিষ্ট রাজধানীর নিউ মার্কেট ভবনের উপরের দিকে বর্ধিত করার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রায় দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ম-সম্পাদক সোহেল বেপারী।

 

ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেছিলেন।

রুলে মার্কেটের ভেতর ও বাইরের ফুটপাত দখল করে উপরের দিকে মার্কেট বর্ধিত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট।  

সেই রুলের শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান। সিটি করপোরেশনের পক্ষে ছিলেন শেখ শফিক মাহমুদ পুষ্প।

পরে অনিক আর হক জানান, হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করেছেন। ফলে একতলার ওপর দোকান নির্মাণের সিদ্ধান্ত অবৈধ।

নিউ মার্কেটের উপরে স্টিলের ছাউনি দিয়ে ১৭৮টি দোকান নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।