ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

না’গঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছর জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
না’গঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছর জেল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় নূরে আলম ওরফে জীবন নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সাত নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ আদেশ দেন। রায় ঘোষণার সময় জীবন পলাতক ছিলেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) জাসমীন আহাম্মেদ জানান, ২০০৪ সালের ৩০ ডিসেম্বর রাতে শহরের চাষাঢ়া এলাকা থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগানসহ জীবনকে আটক করেন তৎকালীন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খন্দকার জহির হাওলাদার। পরে তিনি সদর মডেল থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ ১৪ বছর পর মামলার সাক্ষ্যপ্রমাণ ও চূড়ান্ত প্রতিবেদনের পর সোমবার বিচারক এ রায় দেন।

এর আগে জামিনে বের হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন জীবন।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।