ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দুর্নীতি মামলা থেকে মেয়র সাক্কুকে অব্যাহতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
দুর্নীতি মামলা থেকে মেয়র সাক্কুকে অব্যাহতি

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলা থেকে বিএনপি নেতা ও কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল ইসলাম সাক্কুকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-৮ শামীম আহাম্মদের আদালত তাকে ওই মামলা থেকে অব্যাহতি দেন। মামলাটিতে মঙ্গলবার চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তার বিরুদ্ধে চার্জ গঠনের প্রস্তাব করলেও সাক্কুর আইনজীবী মাসুদ আহাম্মেদ তালুকদার মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৮ শামীম আহাম্মদের আদালত তাকে ওই মামলা থেকে অব্যাহতি দেন।

২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেছিলেন দুদকের সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ। তার বিরুদ্ধে চার কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৯৩৩ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও এক কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে আনা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।