ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১০ বছরের শিশুর জামিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩২, নভেম্বর ১৫, ২০১৭
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১০ বছরের শিশুর জামিন

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া ১০ বছরের শিশু জীবনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবিএম মাহমুদুল হক তার জামিন মঞ্জুর করেন।

এর আগে সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর গ্রামের নিজ বাড়ি থেকে তৃতীয় শ্রেণির ছাত্র জীবনকে গ্রেফতার করা হয়।

পরে মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে পুলিশ ভ্যানে তাকে আদালতে পাঠানো হয়। সে সাহেবনগর গ্রামের জামাত আলীর ছেলে।

** কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে ১০ বছরের শিশু গ্রেফতার!

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।