ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

পিরোজপুরে মাদক মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
পিরোজপুরে মাদক মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড

পিরোজপুরে মাদক মামলায় নেছার উদ্দিন শেখ (৩২) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

পিরোজপুর: পিরোজপুরে মাদক মামলায় নেছার উদ্দিন শেখ (৩২) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় দেন। নেছার উদ্দিন শহরের শেখ পাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌসুলী খান মো. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, ২০১৫ সালের ১৫ জুলাই বিকেল সাড়ে ৪টায় শহরের মাছিমপুর এলাকা থেকে ৫১০ পিস ইয়াবাসহ নেছারকে আটক করে র‌্যাব -৮ এর সদস্যরা।

পরে পিরোজপুর সদর থানায় র‌্যাবের ডিএডি আনোয়ার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। একই বছর ৪ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হলে বৃহস্পতিবার আদালত এ রায় দেন।

আসমি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম শাহ আলম।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।