ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

পঞ্চগড়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
পঞ্চগড়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে দায়ের করা মামলায় স্বামী সোলেমান আলীকে (৫৪) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম রেজাউল বারী শুনানি শেষে এ রায় দেন।  
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সোলেমান ওই উপজেলার দক্ষিণ সুখ্যাতি এলাকার বাসিন্দা ছিলেন।

এর আগে, গত ২০১৮ সালের ১৭ মে বাড়িতে কেউ না থাকার সুযোগে জোসনা বেগমকে হত্যা করে ঘরের মধ্যে মরদেহ রেখে দরজা তালাবদ্ধ করে পালিয়ে যান সোলেমান। এ ঘটনায় পরদিন ১৮ মে নিহতের ভাই সহিদুল ইসলাম আটোয়ারী থানায় বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।

মামলা বিবরণে জানা গেছে, প্রায় দুই যুগ আগে সোলেমান আলীর সঙ্গে জোসনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্যে কলহ চলছিল। বিভিন্ন সময় সালিশ বৈঠকও হয়। ২০১৮ সালের ১৭ মে বাড়িতে কেউ না থাকার সুযোগে স্ত্রী জোসনাকে হত্যা করে ঘরের মধ্যে মরদেহ রেখে দরজা তালাবদ্ধ করে পালিয়ে যান সোলেমান। এ ঘটনায় তাকে একমাত্র আসামি করে ১৮ মে আটোয়ারী থানায় হত্যা মামলা দায়ের করেন জোসনার ভাই সহিদুল ইসলাম। তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় সোলেমান তার স্ত্রী জোসনাকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করে বলে প্রমাণিত হওয়ায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করেন আদালত। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন সোলেমান।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন বলে মনে করছি।

এদিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আইনজীবী হাবিবুল ইসলাম বলেন, পরিবারের সদস্যরা চাইলে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।