ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

রাজশাহীতে আ. লীগের ১৪ নেতাকর্মী কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
রাজশাহীতে আ. লীগের ১৪ নেতাকর্মী কারাগারে

রাজশাহী: রাজশাহীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 

গেল ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে আজ তাদের আদালতে তোলা হয়। এরপর আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন, তাদের গ্রেপ্তার অভিযানের এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শহীদুল ইসলাম পচা রাজশাহী সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এছাড়া গ্রেপ্তার বিপুল কুমার সরকার রাজশাহীর সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ)।

গ্রেপ্তার আসামিরা হলেন, শহীদুল ইসলাম (৫০), আল আমিন জয় (২৬), আনারুল হক (৪৫), আতিকুর রহমান (২৬), মজিবর রহমান (৬০), রবিউল ইসলাম রবিন (২৯), আলমগীর হোসেন (৩৫), রাকিব হোসেন (৩০), সজীব (২২), সাব্বির হোসেন আলিফ (২৩), এনামুল (৩৯), তানজিদ ইসলাম সোহান (২৩), বিপুল কুমার সরকার (৪৬), তাসনিমুল নাঈম (২৭)। এর মধ্যে পচা ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং স্থানীয় যুবলীগ নেতা। এছাড়া বাকিরা আওয়ামী লীগের নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।