ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

৩৮তম বিসিএসের ফল কোটামুক্ত পুনর্মূল্যায়ন প্রশ্নে রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
৩৮তম বিসিএসের ফল কোটামুক্ত পুনর্মূল্যায়ন প্রশ্নে রুল

ঢাকা: ৩৮তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডারের চূড়ান্ত ফলাফল পুনর্মূল্যায়ন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

১২০ জন পরীক্ষার্থীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা সুলতানা।

রুলে ৩৮তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডারের চূড়ান্ত ফলাফল কেন কোটামুক্তভাবে বা মেধার ভিত্তিতে পুনর্মূল্যায়ন করে প্রকাশ করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও জনপ্রশাসন সচিবসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, ২০১৭ সালের ২০ জুন ৩৮তম বিসিএস এবং ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১৮ সালের ৪ অক্টোবর কোটা সংস্কার আন্দোলনের কারণে তৎকালীন সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপ্রথা বাতিল করে।

এ দুই পরীক্ষার বিজ্ঞপ্তি কোটাপদ্ধতি বাতিলের আগে হলেও ফলাফল প্রকাশ হয় প্রজ্ঞাপন জারির পর। কিন্তু ৪০তম বিসিএসে কোটাপদ্ধতি প্রয়োগ না করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। অথচ ৩৮তম বিসিএসে কোটাপদ্ধতি প্রয়োগ করা হয়, যাতে অনেক মেধাবী পরীক্ষার্থী নিয়োগ বঞ্চিত হওয়ার অভিযোগ এনে ১২০ পরীক্ষার্থী সংক্ষুব্ধ হয়ে রিট করেন।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।