ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাংবাদিককে প্রাণ নাশের হুমকি, নাচোল পৌর মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
সাংবাদিককে প্রাণ নাশের হুমকি, নাচোল পৌর মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সাংবাদিক মো. জোহরুল ইসলামকে গালিগালাজ ও প্রাণ নাশের হুমকির মামলায় নাচোল পৌর মেয়র ও আ.লীগের সভাপতি আব্দুর রশিদ খাঁন ঝালুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।  

সোমবার (২১ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট এর ১ম আদালতের বিজ্ঞ বিচারক তৌহিদুল ইসলাম এ আদেশ দেন।

 

মামলার বাদী সাংবাদিক মো. জহুরুল ইসলাম জানান, ২০২৩ সালে তৎকালীন মেয়র আব্দুর রশিদের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করেন তিনি। এ ঘটনাই তিনি মেয়রের বক্তব্য নিতে গেলে মেয়র তার সঙ্গে খারাপ আচরণ এবং তাকে প্রাণ নাসের  হুমকি দেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করলে সোমবার বিকেলে মেয়র আব্দুর রশিদ ঝালুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মহামান্য আদালত।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।