ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

এনএসআইয়ের সাবেক পরিচালক মনিরুল ৩ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এনএসআইয়ের সাবেক পরিচালক মনিরুল ৩ দিনের রিমান্ডে

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে বাহাদুর হোসেন মনির নামে এক কিশোর হত্যা মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বর্ডার উইংয়ের সাবেক পরিচালক কমোডর মনিরুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন রিমান্ডের এ আদেশ দেন।

এদিন মনিরুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।  

মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই গুলশানে প্রগতি সরণির শাহজাদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আন্দোলন চলছিল। বাহাদুর হোসেন মনি নামে ওই কিশোর রাস্তা পার হয়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়।  

পরে একজনের কল পেয়ে রাস্তায় ছেলেকে গুলিবিদ্ধ হয়ে পরে থাকতে দেখেন তার বাবা আবু জাফর। পরে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর গত ৩০ সেপ্টেম্বর নিহত বাহাদুর হোসেন মনির বাবা আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
কেআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।