ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

বিএনপি নেতা সালাহউদ্দিনের দুই মামলায় স্থগিতাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
বিএনপি নেতা সালাহউদ্দিনের দুই মামলায় স্থগিতাদেশ

কক্সবাজার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে চলমান দুটি ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিতাদেশ দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাবেদের আদালত এ স্থগিতাদেশ দেন।

 

বিষয়টি নিশ্চিত করেন মামলার আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার।  

এর আগে দুপুর ২টার দিকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। এরপরই তার আইনজীবীদের সঙ্গে আদালতে আসেন।

এ সময় সালাহউদ্দিন আহমদের আইনজীবীরা আদালতকে তাদের মক্কেলের সশরীরে হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান।  

আইনজীবী তৌহিদুল বলেন, ঘটনা ২০০১ সালে ঘটলেও চকরিয়া থানায় মামলা দায়ের করা হয় ২০০৭ সালে। রাজনৈতিকভাবে হয়রানি করতেই সালাহউদ্দিন আহমেদের নামে মামলা দুটি দায়ের করা হয়েছিল। এ কারণে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানাই।  

শুনানি শেষে আদালত দুই মামলার বিচারিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন।

আদালত থেকে বের হয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বাইরে সাংবাদিকদের বলেন, আজ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

২০০১ সালে প্রতিমন্ত্রী থাকাকালে মৎস্য ঘের লুটের অভিযোগ এনে চকরিয়া-পেকুয়া আসনের তৎকালীন সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে চকরিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন জনৈক মাহামুদুল হক।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
এসবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।