ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

নড়াইলে খালেদা জিয়ার নামে করা মানহানির মামলা খারিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
নড়াইলে খালেদা জিয়ার নামে করা মানহানির মামলা খারিজ

নড়াইল: নড়াইলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার মামলা খারিজের বিষয়টি নিশ্চিত করেছেন।  

আদালতে অভিযোগটি করেছিলেন নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল গ্রামের মো. ইউসুফ ফারুকীর ছেলে ছাত্রলীগ নেতা রায়হান ফারুকী।  

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে খালেদা জিয়া তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বির্তক রয়েছে বলে মন্তব্য করেন। এছাড়া একই সমাবেশে বঙ্গবন্ধুর নাম উল্লেখ না করে তাকে ইঙ্গিত করে কটূক্তি করার অভিযোগ ওঠে খালেদা জিয়ার বিরুদ্ধে। এরপর ২০১৫ সালের ২৪ ডিসেম্বর দুপুরে খালেদা জিয়ার নামে নড়াইল সদর আমলি আদালতে মানহানির মামলা করেন রায়হান ফারুকী ইমাম।  

আদালত অভিযোগ গ্রহণ করে সদর থানাকে তদন্তের নির্দেশ দেন। থানা অভিযোগ তদন্ত করে পরের বছর ২০১৬ সালে অভিযোগের সত্যতা পাওয়া যায় মর্মে প্রতিবেদন দাখিল করে। তবে দীর্ঘদিন ধরে মামলার নির্ধারিত দিনে বাদীপক্ষ আদালতে হাজির না হওয়ায় বিচারক মামলাটি খারিজ করে দেন।

একই অভিযোগ খালেদা জিয়ার নামে নড়াইলের আদালতে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর দুপুরে আরও একটি মানহানির মামলা করা হয়। এ মামলা করেন শহীদ শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সেই সময়ের সাধারণ সম্পাদক কালিয়ার শেখ আশিক বিল্লাহ।  

তবে দীর্ঘদিন ধরে বাদীপক্ষ আদালতে হাজির না হওয়ায় গত ২৯ আগস্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলাটি খারিজ করে দেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।