ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

সাবেক প্রতিমন্ত্রী শফিকুরসহ ৪৭ জনের নামে মামলা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
সাবেক প্রতিমন্ত্রী শফিকুরসহ ৪৭ জনের নামে মামলা 

সিলেট: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে ৪ আগস্ট সিলেট নগরের আম্বরখানা ও সাপ্লাই এলাকায় মিছিলে হামলার ঘটনায় মামলা হয়েছে।  

বৃহস্পতিবার (২২ আগস্ট) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলাটি দায়ের করেন নগরের ইলেক্ট্রিক সাপ্লাই কলবাখানি এ-ব্লকের জালালী-৬১ নম্বর বাসার বাসিন্দা খোরশেদ আলম (৩০)।

আদালত অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করতে থানা পুলিশকে নির্দেশ দেন।

মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীসহ অজ্ঞাতপরিচয় ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে।  

মামলায় সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, ড. আহমদ আল কবির, সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, বড়বাজারের কামরান আহমদ, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিমাদ আহমদ রুবেল, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, তৌহিদ আহমদ, বড়বাজারের ইউনুছ আলী।

আরও আসামিরা হলেন, কলবাখানীর জাকির আহমদ, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, বড়বাজারের সুলেমান আহমদ, মাছুম আহমদ মাছু, ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তানভির আহমদ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরহাদ আহমদ, আলী আফরাফ খাঁন, জেলা আওয়ামী লীগ নেতা আকিকুর রহমান চৌধুরী (শিপু), আওয়ামী লীগ নেতা এম.এ মুগনী খোকা, এসআই নজরুল, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন আহমদ, যুবলীগ নেতা শাকিল আহমদ, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহ, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ তোফালে আহমদ শেফুল, ইমদাদ হোসেন ইমু, মহানগর আওয়ামী লীগ নেতা ইলিয়াছুর রহমান জুয়েল, এম. এ খান শাহীন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সামছুল ইসলাম, একরাম হোসেন, আলমাছ আহমদ (শুকুর), সাকিব আহমদ, ছাদিকুর রহমান শাকী, আলতাফ হোসেন, সেবুল আহমদ সাগর, রোহান খান, আশরাফ খান, গোলাম বাছিদ রিমন, মানিক মিয়া, মহানগর আওয়ামী লীগ নেতা জুমাদিন আহমদ, কাউন্সিলল আবুল কালাম আজাদ লায়েক, ইমরান, সাব্বির, মুশফিক জায়গীরদার, বিজিত চৌধুরী, আব্দুল হেকিম।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।