ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

গোয়াইনঘাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
গোয়াইনঘাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড 

সিলেট: সিলেটের গোয়াইনঘাটে স্ত্রীকে হত্যার দায়ে আলমগীর হোসেন (২৫)  নামে এক আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন গোয়াইনঘাটের বাগাইয়া হাওড় এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।  

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ চলছিল আমিরুন নেছা। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। ২০১৭ সলের ১৭ মার্চ মধ্যরাত দেড়টার দিকে ধারালো দা ও ছোরা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় তাকে। পরে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের মা রহিমা বেগম গোয়াইনঘাট থানায় মামলা (নং-১২(৩)'১৭) দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত আলমগীরকে গ্রেপ্তার করে। মামলাটি অত্র আদালতে দায়রা ৩১৪/২০১৮ মূলে অত্র আদালতে বিচার শুরু হয়।  

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আলমগীরকে আমৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি বোগম এসএম পারভীন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফারজানা হাবিব চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।