ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

উপজেলা চেয়ারম্যান কারাগারে: সড়ক অবরোধ,  হরতালের ডাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
উপজেলা চেয়ারম্যান কারাগারে: সড়ক অবরোধ,  হরতালের ডাক

জামালপুর: হত্যা মামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মঙ্গলবার থেকে আগামী তিনদিন মাদারগঞ্জ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন সমর্থকরা।

 

সোমবার (০১ জুলাই) দুপুরে চেয়ারম্যান রিমু আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিকেল ৩টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

এরপর বিকেল ৫টায় জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন  তার সমর্থকরা। পরে সন্ধ্যা ৭টার দিকে সড়ক ছেড়ে চলে যান আন্দোলনকরীরা।  

আন্দোলনকারীরা জানান, মিথ্যা মামলা দিয়ে উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে কারাগারে পাঠানো হয়েছে৷ এটি রাজনৈতিক চক্রান্ত। চেয়ারম্যানকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এদিকে বৃষ্টির কারণে সড়ক ছেড়ে গেলেও মঙ্গলবার থেকে আগামী তিনদিন মাদারগঞ্জ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন সমর্থকরা। সেই সঙ্গে চেয়ারম্যানকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন আন্দোলনকারীরা।  

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, বিকেল থেকে এলাকাবাসী সড়কে নেমে আন্দোলন করেন। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তারা মঙ্গলবার থেকে আগামী তিনদিন মাদারগঞ্জ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন।  

২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হন সার ব্যবসায়ী নওশের আলী। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমুর নাম উঠে এলে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে নেন তিনি। রোববার জামিনের মেয়াদ শেষে সোমবার আদালতে আবার জামিন আবেদন করেন তিনি। বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।