ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রীর মামলায় নটরডেম কলেজের শিক্ষক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুন ৯, ২০২৪
স্ত্রীর মামলায় নটরডেম কলেজের শিক্ষক কারাগারে নটরডেম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম

ময়মনসিংহ: ময়মনসিংহ নটরডেম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম (৩৭) কে যৌতুক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।    

শিক্ষক সাইফুল ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্বছাপড়হাটি গ্রামের বাসিন্দা মো. মেছের আলীর ছেলে।

রোববার (৯ জুন) দুপুরে ঘটনাটি প্রকাশ হওয়ায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার ঝড় বইছে।  

এর আগে গত ৫ জুন গাইবান্ধা জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক একটি যৌতুক মামলায় আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।  

গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুল মাজেদ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মামলার বাদী মনিরা পারভীন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তরফ পাহাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০১৬ সালে মনিরা পারভীনকে বিয়ে করেন শিক্ষক সাইফুল ইসলাম। এরপর থেকে সাইফুল যৌতুক দাবিতে স্ত্রী মনিরাকে প্রায়ই মারধর করতেন। মানসিক নির্যাতনও করতেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী ন্যায় বিচার চেয়ে ২০২৩ সালে বিজ্ঞ আদালতে এই মামলা দায়ের করেন।   

মামলার বাদী মনিরা পারভীন অভিযোগ করেন, যৌতুক না দেওয়ায় সাইফুল আমাকে তালাক না দিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।  

এদিকে শিক্ষক সাইফুল ইসলাম যৌতুক মামলায় কারাগারে যাওয়ার ঘটনায় দেশসেরা এই কলেজটির মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলেও মনে করছেন কলেজ সংশ্লিষ্টরা।

এই বিষয়ে জানতে চাইলে কলেজের প্রশাসনিক পরিচালক ফাদার হিউভার্ট পালমা বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে অফিসিয়ালি তিনি ছুটিতে আছেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুন ০৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।