ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাদক মামলার বাদী এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
মাদক মামলার বাদী এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বরিশাল: জেলায় মাদক মামলার বাদী পুলিশের উপ-পরিদর্শকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ এপ্রিল) মামলার রায়ে এ নির্দেশ দেন বরিশাল যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক সালমা আক্তার।

রায়ে মামলার অভিযুক্তকে খালাস দিয়ে ওই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মো. সোহেল রানা।

খালাস পাওয়া অভিযুক্ত হলেন- বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামের মৃত তালেব আলী খানের ছেলে সাইদুর রহমান নান্নু খান।

মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী সোহেল রানা বলেন, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর দিনগত রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম নারায়নপুর খান বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির উঠান থেকে ৬৭টি ইয়াবা ট্যাবলেটসহ নান্নু খানকে আটক করা হয়। এ ঘটনার পরদিন নান্নুকে একমাত্র অভিযুক্ত করে ১ অক্টোবর উজিরপুর মডেল থানায় মামলা করেন এসআই শেখ ফরিদ। একই থানার এসআই কামাল ওই বছরের ৭ ডিসেম্বর নান্নুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক ৯ জনের সাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।

বেঞ্চ সহকারী সোহেল বলেন, রায়ে নান্নুকে খালাস দেওয়া হয়। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মামলা করায় এসআই শেখ ফরিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ওই আদেশ বরিশাল জেলা পুলিশ সুপার, ডিআইজি ও আইজির কাছে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।