ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জামালপুরে কলেজছাত্র হত্যায় সাতজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
জামালপুরে কলেজছাত্র হত্যায় সাতজনের যাবজ্জীবন

জামালপুর: জামালপুর সদর উপজেলার রশিদপুরে কলেজছাত্র লিটন হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সাতজনকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া হত্যার আলামত নষ্টের দায়ে তাদের আরও দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন বিচারক।  

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এহসানুল হক এ রায় আদেশ দেন।  

সাজাপ্রাপ্তরা হলেন- রশিদপুরের রামদেববাড়ি গ্রামের মজিবর রহমান, মিজান, সোহেল, সুমন, লাভলু, হেলাল উদ্দিন ও মো. মিজান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, জামালপুর সদর উপজেলার রামদেববাড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে কলেজছাত্র লিটন ২০১৬ সালের ১৩ জানুয়ারি রাতে চাচার বাড়িতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর ১৪ জানুয়ারি বিকেল ৩টার দিকে গোপীনাথপুরে লিটনের পুড়ে যাওয়া মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় লিটনের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। স্থানীয় একটি সমিতির টাকা লেনদেন নিয়ে শত্রুতার জের ধরে লিটনকে গলা কেটে হত্যার পর মরদেহ আংশিক পুড়িয়ে ফেলা হয়। পুলিশ তদন্তে নেমে এ হত্যায় এ সাতজনের সম্পৃক্ততা পায়। পরে তাদের নামে আদালতে চার্জশিট দেয় পুলিশ। মামলায় ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় এ রায় দেন আদালত। আসামিদের মধ্যে একজন পলাতক। বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।