ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

নাশকতার ২ মামলায় রাজীব-জহিরসহ বিএনপির ৩৬ জনের কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
নাশকতার ২ মামলায় রাজীব-জহিরসহ বিএনপির ৩৬ জনের কারাদণ্ড  আদালতের রায়: প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর রমনা থানার নাশকতার পৃথক দুই মামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ বিএনপির ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারক এ রায় দেন।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় রাজধানীর সূত্রাপুর থানায় আরেক মামলায় ২৩ আসামির সবাইকে বেকসুর খালাস দেন অপর একটি আদালত।

এক যুগ আগে রাজধানীর রমনা থানায় করা নাশকতার মামলায় বিএনপির ২০ নেতাকর্মীকে পৃথক দুই ধারায় দুই বছরের কারাদণ্ড দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন। রায়ে দুই ধারায় তাদের এক বছর করে দুই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে উভয় সাজা একত্রে চলবে বিধায় তাদের এক বছর কারাভোগ করতে হবে।

এ মামলায় দণ্ডিরা হলেন- আ. রহমান, ফারুক, নুর নবী, কামাল উদ্দিন, সুমন, বেল্লাল হোসেন, ফারুক, একরামুল হক কুসুম, ইউনুস, সাহাবুদ্দিন, রবিন, ফয়সাল ইনাম, খন্দকার আ. রব, সিয়াম মাহমুদ আব্দুল্লাহ, শাহিন ইসলাম, নকিব নাসরুল্লাহ, আ. রহমান, ফাকরে আলম, আ. কাদের ও কবির হোসেন সরকার।

২০১১ সালের সেপ্টেম্বর মাসে রাজধানীর রমনা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি করে পুলিশ।

এদিকে পাঁচ বছর আগে ঢাকার রমনা থানায় করা নাশকতার আরেক মামলায় বিএনপির ১৬ নেতাকর্মীকে দণ্ডবিধির দুই ধারায় দুই বছর তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন।

এ মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন-আমিনুল ইসলাম লিপন, নান্নু মিয়া, মো. মোবাশ্বের ইসলাম নির্জন, মো. রাজিব আল হাসান, মেহেদী হাসান তালুকদার, শেখ আবু তাহের, মিজানুর রহমান রাজ, মো. সাজ্জাদ হোসেন রুবেল, জহির উদ্দিন তুহিন, গিয়াস উদ্দিন মানিক, কামরুজ্জামান জুয়েল, মো. তসলিম আহসান মাসুম, রিফাত বিন জিয়া, মো. আশরাফ হোসেন চৌধুরী অপু, মো. রেজাউল ইসলাম প্রিন্স ও মো. আরাফাত হোসেন।  

২০১৮ সালের আগস্টে নাশকতার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করে পুলিশ।

অপরদিকে ১০ বছর আগে রাজধানীর সূত্রাপুর থানার মামলায় বিএনপির ২৩ নেতাকর্মীর সবাইকে বেকসুর খালাস দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।  

২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি মিছিলে নাশকতার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এ মামলাটি করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
কেআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।