ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নাশকতার অভিযোগ: বিএনপির ১১ নেতাকর্মীর আড়াই বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
নাশকতার অভিযোগ: বিএনপির ১১ নেতাকর্মীর আড়াই বছর কারাদণ্ড

ঢাকা: পাঁচ বছর আগে রাজধানীর নাশকতার অভিযোগে ভাটারা থানায় দায়ের করা মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।  

রোববার (০৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এ রায় দেন।

একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বিএনপি নেতা আতাউর রহমান, হেলাল ডালি, লালন বেপারি, বাবুল শেখ, মফিজুর রহমান, কাজী হজরত আলী, জাকির হোসেন বেপারি, জাকির হোসেন বাগমার, এরশাদ আলী খান, মইজুল ইসলাম দর্জি ও আলী মিয়া।

জানা যায়, ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও ইট পাটকেল নিক্ষেপের অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ভাটারা থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। তদন্ত শেষে ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।