ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মাজার গেটে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিলে পুলিশের বাধা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
মাজার গেটে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিলে পুলিশের বাধা বিএনপিপন্থি আইনজীবীদের মিছিলে পুলিশের বাধা।

ঢাকা: তিন দিনের অবরোধ কর্মসূচির সমর্থনে সুপ্রিম কোর্টের বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল হাইকোর্টের মাজার গেটে আটকে দিয়েছে পুলিশ। এরপর আইনজীবী সমিতি প্রাঙ্গণে ফেরত আসেন আইনজীবীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।  

দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে বিএনপিপন্থি আইনজীবীরা মিছিল নিয়ে মাজার গেট বাইরে বের হওয়ার চেষ্টা করেন। পরে শাহবাগ থানা পুলিশ তাদের আটকে দেয়। একপর্যায়ে মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে ফিরে আসেন আইনজীবীরা। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেন আইনজীবী সুব্রত চৌধুরী, ব্যারিস্টার কায়সার কামাল, মহসীন রশিদ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার থেকে টানা তিন দিন দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ, রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল ও জোট।

রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের পর ওইদিন সন্ধ্যায় টানা তিনদিনের সর্বাত্মক অবরোধের কর্মসূচি দেয় বিএনপি, সমমনা দল ও জোট।  

অপরদিকে সোমবার (৩০ অক্টোবর) সকালে এক প্রেস বিবৃতিতে একই কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বাংলাদেশ সময়:১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ