ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

ফতুল্লায় রিজভীসহ বিএনপির ২৭ নেতার নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
ফতুল্লায় রিজভীসহ বিএনপির ২৭ নেতার নামে মামলা রুহুল কবির রিজভী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির ডাকা হরতালে নাশকতার অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ২৭ জনকে আসামি করে মামলা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) বাপ্পী সর্দার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।



মামলার আসামিরা হলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-েঅর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুইয়া, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, আহ্বায়ক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মেহেদী হাসান দোলন, জাকির হোসেন রবিন, আব্দুল খালেক টিপু, সাগর সিদ্দিকী, বিএনপির নেতা কায়েস আহম্মেদ পল্লব, শরীফ হোসেন মানিক, যুবদল নেতা রতন, সালাউদ্দিন রানা, জোবায়ের আহমেদ জিকুসহ ২৭ জন।

এর আগে ২৮ অক্টোবর সাইনবোর্ড এলাকায় হরতালে সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, ২৭ জনের নামে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।