ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে সভা ডেকেছে সুপ্রিম কোর্ট বার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে সভা ডেকেছে সুপ্রিম কোর্ট বার

ঢাকা: রাজধানীর কাকরাইল এলাকার হেয়ার রোডে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে হামলার প্রতিবাদে সভা ডেকেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

রোববার (২৯ অক্টোবর) দুপুর ১টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট বার জানায়, গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার মাধ্যমে বিচার বিভাগের ওপর আঘাত করায় ২৯ নভেম্বর দুপুর ১টায় শহীদ সফিউর রহমান মিলনায়তনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির।  

এর আগে শনিবার মহাসমাবেশ করে বিএনপি। এদিন দুপুরে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা কাকরাইলে আইডিইবি ভবনে আগুন দেন, চিফ জাস্টিজের বাসভবনে ভাঙচুর করেন। আমরা তাদের সরিয়ে দিয়েছি। ’

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।