ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

গাইবান্ধায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
গাইবান্ধায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

গাইবান্ধা: গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আব্দুস সালাম (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরের দিকে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ফিরোজ কবির এ রায় দেন।  

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সালাম সিরাজগঞ্জ পৌরসভা শহরের দত্তপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে।  

বিষয়টি নিশ্চিত করে আদালতের দায়িত্বরত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শফিকুল ইসলাম জানান, ২০২১ সালের ১৪ জুন জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫০০ মিলিগ্রাম ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ সালামকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য শেষে আসামির উপস্থিতিতে  মঙ্গলবার এ রায় দেন বিচারক। পরে বিকেলে আসামিকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।