ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে মাদক বিক্রেতার ৫ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
বরিশালে মাদক বিক্রেতার ৫ বছরের কারাদণ্ড

বরিশাল: বরিশালে স্বপন হাওলাদার নামে এক মাদক বিক্রেতাকে  পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ এ রায় দেন। রায়ে মামলার অপর আসামি মাসুদ সরদারকে খালাস দেওয়া হয়েছে। দুই আসামিই পলাতক।

দণ্ডিত স্বপন বরিশাল নগরের পাঁচ নম্বর ওয়ার্ড পলাশপুরের ১৫ নম্বর গলির মোহাব্বত আলী হাওলাদারের ছেলে।

খালাস পাওয়া মাসুদ নগরের কাউনিয়া এলাকার স্কুল সরদার বাড়ির বাসিন্দা মন্নান সরদারের ছেলে।

মামলার বরাতে বেঞ্চ সহকারী মো. হারুন অর রশিদ জানান, ২০১৭ সালের ১৮ নভেম্বর কোতোয়ালি মডেল থানা পুলিশ জেলে বাড়ির পোল সংলগ্ন সুরেন্দ্র নাথ ছাত্রাবাসের সামনে অভিযান চালায়। এসময় ২০০ পিস ইয়াবাসহ স্বপনকে আটক করা হয়।  

এ ঘটনায় দুজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন কোতোয়ালি মডেল থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) সমীরণ মণ্ডল।  

একই থানার সেই সময়ের এসআই মোস্তাফিজুর রহমান মামলার তদন্ত করে দুজনকে অভিযুক্ত করে একই বছরের ৯ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন।  

বিচারক আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।