ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট লাইব্রেরিতে ৪ হাজার বই দিলেন ব্যারিস্টার রোকন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
সুপ্রিম কোর্ট লাইব্রেরিতে ৪ হাজার বই দিলেন ব্যারিস্টার রোকন

ঢাকা: নব নির্মিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লাইব্রেরিতে চার হাজার বই দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই বারের সভাপতি রোকন উদ্দিন মাহমুদ।

নিজের আইন পেশা পরিচালনার দীর্ঘ সময়ে এসব বই সংগ্রহ করেছিলেন তিনি।

তবে তার পরিবারের কেউ আইন পেশায় আসেননি, তাই এগুলো দান করে দিয়েছেন।  

রোববার (১০ সেপ্টেম্বর) এ লাইব্রেরি উদ্বোধন করেন সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল।

পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মূল ভবনে নিজ চেম্বারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, চার হাজারের মতো বই দিয়েছি। কেন দিয়েছি…দুই দিন পর তো আমি বিগত হয়ে যাবো। এ বইগুলো কী আর থাকবে? তখন কেউ ব্যবহার করবে?

এগুলো আমার প্র্যাকটিসের (আইন পেশা পরিচালনা করার সময়) সময় নেওয়া। ১৯৭৬ সালের জানুয়ারি থেকে এখানে শুরু করেছি (সুপ্রিম কোর্টে আইন পেশা)।  

এক প্রশ্নের জবাবে রোকন উদ্দিন মাহমুদ বলেন, ….যখন ঢুকেছিলাম তখন এক অবস্থা ছিল। যখন বিদায় নিয়ে যাচ্ছি তখন আরেক অবস্থা দেখছি।

সেটা কী অবস্থা এমন প্রশ্নে এ জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ বলেন, খারাপ না, খারাপ নাহ।

বই দেওয়া নিয়ে এক প্রশ্নে বার কাউন্সিলের সাবেক এ ভাইস চেয়ারম্যান বলেন, আমার বংশের, ছেলে কেউ এই পেশায় আসেনি। তাহলে রেখে লাভ কী? এখানে দিয়েছি তারা যথাযথ ব্যবহার করবে। সে বিশ্বাসটা আমার আছে।    

চট্টগ্রামের সন্তান ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ১৯৭৩ সালের ডিসেম্বরে জজ কোর্টে আইন পেশা শুরু করেন।  

লাইব্রেরি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন, সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জল হোসেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীসহ আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্টের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।