ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

অবকাশে বিচারকাজে হাইকোর্টে ২৬ বেঞ্চ গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
অবকাশে বিচারকাজে হাইকোর্টে ২৬ বেঞ্চ গঠন

ঢাকা: আগামী রোববার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া প্রায় এক মাসের অবকাশকালীন ছুটিতে হাইকোর্টে বিচারকাজ পরিচালনার জন্য দুই পর্বে ২৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এ বিষয়ে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমানের স্বাক্ষরে গত ৩১ আগস্ট এ সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রথম পর্বের জন্য ১৫টি অবকাশকালীন বেঞ্চ: আগামী ৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম পর্বের জন্য প্রধান বিচারপতি ১৫টি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন। তার মধ্যে ১২টি দ্বৈত ও ৩টি একক বেঞ্চ।

দ্বিতীয় পর্বের জন্য ১১টি অবকাশকালীন বেঞ্চ: আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অবকাশের দ্বিতীয় পর্বের জন্য প্রধান বিচারপতি ১১টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। তার মধ্যে ৭টি দ্বৈত ও ৪টি একক বেঞ্চ।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।