ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

৩০ বোতল ফেনসিডিলের মামলায় যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
৩০ বোতল ফেনসিডিলের মামলায় যাবজ্জীবন 

জয়পুরহাট: জয়পুরহাটে মাদক মামলায় তারেক আকন্দ নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে অতিরিক্ত জেলা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত তারেক আকন্দ জয়পুরহাটের পাঁজবিবি উপজেলার রতনপুর গ্রামের এনামুল আকন্দের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১৩ এপ্রিল সকালে জয়পুরহাট সদর উপজেলার পূরানাপৈল এলাকায় ফেনসিডিল পাচারের খবর আসে জেলা ডিবি পুলিশের কাছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে তারেককে আটক করে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ থেকে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করে।

এ ঘটনায় একই দিন সদর থানায় একটি মামলা দায়ের হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।  

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।