ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত যুবক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর মডেল থানার মাদক মামলায় শাহাবুল হাসান (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচার উম্মে সরাবন তহুরা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন৷ একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ২০২১ সালের ৬ জুন নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকা থেকে ৭২৫ গ্রাম হেরোইনসহ শাহাবুল হাসান নামে ওই যুবককে গ্রেপ্তার করে ব়্যাব-১১৷ পরে সদর মডেল থানায় ব়্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করলে পুলিশ ২০ দিনের মাথায় ২৬ জুন অভিযোগপত্র আদালতে দাখিল করে৷ অল্প সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করা হয়৷ আদালতেও দ্রুত বিচারিক কার্যক্রম শেষ হয়েছে।  

মামলার বাদী, তদন্তকারী কর্মকর্তাসহ ১৩ জন সাক্ষী দেন৷

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।