ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

ভুয়া চুক্তিনামা করে ফেঁসে গেলেন আইনজীবী, জেল হলো ৭ বছরের  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
ভুয়া চুক্তিনামা করে ফেঁসে গেলেন আইনজীবী, জেল হলো ৭ বছরের
 

হবিগঞ্জ: হবিগঞ্জে জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের অপরাধে আইনজীবীসহ পাঁচজনকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
দণ্ডাদেশপ্রাপ্ত আইনজীবীর নোটারি পাবলিক সংক্রান্ত সব কার্যক্রম স্থগিতের জন্য আদেশের কপি পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে।


 
বুধবার (৯ আগস্ট) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী এ রায় ঘোষণা করেন।
 
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেট শহরের বাসিন্দা গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম ওরফে তেরা মিয়া, আলী হায়দর চৌধুরী, মামুনুর রহমান চৌধুরী ও মো. শাহীন আহমদ।
 
আইনজীবীকে দুইটি ধারায় সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার উভয় সাজা চলবে একসঙ্গে। বাকি আসামিদের প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
এছাড়া পাঁচ আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
বুধবার রাতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী এজেডএম নাসিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
আদালত সূত্রে জানা গেছে, আসামি গোলাম কিবরিয়া হবিগঞ্জ সদর উপজেলার স্থানীয় বাসিন্দা ও বর্তমানে সিলেটে বসবাসরত আবু তাহের মর্তুজার কাছ থেকে ২০২১ সালে ৭৬ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন।
 
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির স্ত্রী হোসনে আরা বানু আদালতে মামলা দায়ের করলে টাকা ফেরত দেওয়ার নকল চুক্তিনামার মাধ্যমে জামিন লাভ করেন। আর নকল কাগজপত্র তৈরিতে সহযোগিতা করেছিলেন আইনজীবী মো. শফিকুল ইসলাম ওরফে তেরা মিয়া।
 
রায় ঘোষণার সময় মামুনুর রহমান চৌধুরী আদালতে উপস্থিত থাকায় তাকে কারাগারে পাঠানো হয়। বাকি চার আসামি পলাতক।
 
বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।