ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

একদিনেই ৯০ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
একদিনেই ৯০ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ৩৮টি বাজারে অভিযান চালিয়ে ৯০টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় এসব প্রতিষ্ঠানকে ছয় লাখ পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাঁচা মরিচ ও চিনির মূল্য এবং মজুদসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির লক্ষ্যে বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে একযোগে বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এর মধ্যে ঢাকা মহানগর এলাকায় ২টি টিম এবং অন্যান্য বিভাগীয় শহর ও জেলায় ৩৬টি টিম অভিযান পরিচালনা করে। রাজধানীতে কারওয়ান বাজার, মগবাজার কাঁচাবাজার, মালিবাগ কাঁচা বাজার ও সেগুনবাগিচা কাঁচা বাজার এলাকায় মরিচের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়।

এ সময় বিভিন্ন অনিয়ম পাওয়ায় ৩৮টি বাজারের ৯০টি প্রতিষ্ঠানকে ছয় লাখ পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
এসসি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।