ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

টিআরপি বাতিলের দাবিতে কুমিল্লায় কর আইনজীবীদের মানববন্ধন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জুন ৭, ২০২৩
টিআরপি বাতিলের দাবিতে কুমিল্লায় কর আইনজীবীদের মানববন্ধন 

কুমিল্লা: টিআরপি (ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার্ড) বাতিলসহ বিভিন্ন দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছেন কর আইনজীবীরা।  

বুধবার (৭ জুন) কুমিল্লা কর কমিশনারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন শেষে কর অঞ্চল কুমিল্লার অতিরিক্ত কমিশনার শামিমা ইসলামের কাছে নিজেদের দাবিগুলো তুলে ধরে স্মারকলিপি দেন আইনজীবীরা।

দাবিগুলোর মধ্যে রয়েছে- আইটিপি (ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার) নিয়োগ, আইনজীবীদের রাজস্ব ভবনে বসার দাবি, এনবিআর ভবনে পেশাদার কাজে প্রবেশে ভিজিটিং কার্ড বাতিল এবং এনবিআরের অবৈধ ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ।

কুমিল্লা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইরফানুল হাসানের সঞ্চালনায় ও কুমিল্লা কর আইনজীবী সমিতির সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন নোয়াখালী কর আইনজীবী সমিতির সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ফটন সাহা, ব্রাহ্মণবাড়িয়া কর আইনজীবী সমিতির সভাপতি মানছুরুল হক মনা, সাধারণ সম্পাদক মহিতোষ রায়, লক্ষ্মীপুর কর আইনজীবী সমিতির সভাপতি মো. শাজাহান ও চাঁদপুর কর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক। এসময় কর আইনজীবী সমিতি কুমিল্লা অঞ্চলের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
 
মানববন্ধনে বক্তারা বলেন, রাজস্ব ভবনের কিছু কর্মকর্তা আমাদের ঠকাতে চান। তাই তারা টিআরপি নিয়োগ করেছেন। একটা দালাল শ্রেণি তৈরি করে তারা আমাদের কাজ বাধাগ্রস্ত করছেন। অবিলম্বে অবৈধ, অযোগ্যদের সরিয়ে আইটিপি নিয়োগ দিতে হবে। নইলে আমরা কঠোর আন্দোলনে যাব।  

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জুন ৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।