ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

জজকোর্টের বারান্দায় আইনজীবীদের মারামারি, আহত ৫

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুন ৫, ২০২৩
জজকোর্টের বারান্দায় আইনজীবীদের মারামারি, আহত ৫ আহত নারী আইনজীবী

ঢাকা: পুরান ঢাকার জজকোর্টে আইনজীবীদের মধ্যে মারামারির ঘটনায় নারী আইনজীবীসহ পাঁচজন আহত হয়েছেন। দুই রাজনৈতিক দলের আইনজীবীদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে।

সোমবার (৫জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মহানগর জজের কোর্টের বারান্দায় এ মারামারির ঘটনা ঘটে। এতে আহতরা হলেন-অ্যাডভোকেট  জহিরুল ইসলাম (৫৫), নার্গিস পারভিন মুক্তি (৪৫),ওমর ফারুক ফারুকি(৫০),আনোয়ার হোসেন তারণ্য (৩০) ও মুজাহিদুল ইসলাম সায়েম (৩৫)।

হাসাপাতালে অ্যাডভোকেট নাসরিন বেগম জানান, গত কয়েকদিন ধরে তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছিল। কয়েকদিন ধরেই আমরা প্রতিবাদ করে আসছিলাম। আজকেও মহানগর দায়রা জজকোর্টের বারান্দায় আমরা বিএনপিপন্থী আইনজীবারা প্রতিবাদ করছিলাম।  

তিনি আরও জানান, তখন একপর্যায়ে আওয়ামীপন্থী আইনজীবীরা আমাদের ওপড় হামলা করে। এতে আমাদের বেশ কয়জন আইনজীবী আহত হয়। প্রথমে তাদের চিকিৎসার জন্য স্থানীয় ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় পাঁচজন আইনজীবী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
এজেডএস/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।