ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আইন ও আদালত

শাবল দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর ১০ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মে ১৪, ২০২৩
শাবল দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর ১০ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে স্ত্রীকে শাবল দিয়ে আঘাত করে হত্যার দায়ে স্বামীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় আদালত আসামিকে ৫০ হাজার হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

রোববার (১৪ মে) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাঁপ্রাপ্ত আসামির নাম নূর মোহাম্মদ। তিনি গোপচর এলাকার ওদু মিয়ার ছেলে।

এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৭ মার্চ সদর উপজেলার চর সৈয়দপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী শাহানাজ বেগমকে শাবল দিয়ে আঘাত করে হত্যা করে স্বামী। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৩১ মে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের তদন্ত প্রতিবেদন ও সাক্ষ্যপ্রমানের ভিত্তিতে আদালত ১০ বছরের কারাদণ্ড, ৫০ হাজার হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এমআরপি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।