ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

২০০ ইয়াবাসহ আটক লিমনের ৫ বছরের কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
২০০ ইয়াবাসহ আটক লিমনের ৫ বছরের কারাদণ্ড 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ আটক ইসমাইল হোসেন লিমন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।  

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

লিমন জেলার রায়পুর উপজেলার পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া গ্রামের মাইক খলিলের বাড়ির মো. জাকির হোসেন লিটনের ছেলে।  

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।  

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২১ মে সন্ধ্যায় রায়পুর থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) জামশেদ আহমেদ উপজেলার মধ্য চরপাতা গ্রামের সিংহের পোল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন লিমনকে আটক করেন। ওই সময় তার কাছে ২০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে এসআই জামশেদ আহমেদ বাদী হয়ে ওই রাতেই লিমনের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

মাদক মামলাটি তদন্ত করেন রায়পুর থানার সেই সময়ের আরেক এসআই আ ন ম এরশাদ দৌলা। তিনি তদন্ত শেষে ইসমাইল হোসেন লিমনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২৩ জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।  

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে লিমন দোষী সাবস্ত হওয়ায় আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।