ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

যুবদল সভাপতি টুকুসহ সাতজনের জামিন নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
যুবদল সভাপতি টুকুসহ সাতজনের জামিন   নামঞ্জুর

ঢাকা: রাজধানীর পল্টন থানার নাশকতায় মামলায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ সাতজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
 
রোববার (১১ ডিসেম্বর) টুকুসহ সাতজনের পক্ষে জামিন আবেদন করা হয়।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী জামিন নামঞ্জুর করে আদেশ দেন।
 
টুকু ও নয়ন ছাড়া কারাগারে যাওয়া অপর পাঁচ আসামি হলেন- মোকলেছ মিয়া, মোশারফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন রানা ও আব্দুল্লাহ।

গত ৩ ডিসেম্বর রাতে বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ শেষে ফেরার পথে রাজধানীর আমিনবাজার থেকে সুলতান সালাউদ্দিন টুকু ও নুরুল ইসলাম নয়নকে আটক করা হয়। পরদিন টুকুসহ এই সাতজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে ৯ ডিসেম্বর তাদের কারাগারে পাঠান আদালত।  

সিএমএম আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৬ মে রাজধানীর পল্টন থানাধীন এলাকায় আসামিরা পরস্পর যোগসাজশে মশাল মিছিল বের করে। সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও গাড়ি ভাঙচুরসহ পুলিশকে আক্রমণ করে গুরুতর জখমের অভিযোগে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩০ জনকে আসামি করা হয়। এছাড়া মামলায় একশ' থেকে দেড় শ' জন অজ্ঞাত আসামি করা হয়। তবে এ সাতজনের নাম মামলার এজাহারে নেই।
 
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
কেআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।