ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

গাজীপুরের সাব রেজিস্ট্রারসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
গাজীপুরের সাব রেজিস্ট্রারসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ঢাকা: জমির শ্রেণি পরিবর্তন করে সরকারের রাজস্ব ফাঁকি ও অর্থ আত্মসাতের মামলায় গাজীপুর সদরের সাব রেজিস্ট্রার মনিরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১১ ডিসেম্বর) দুদক সূত্রে এতথ্য জানা গেছে।

অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন- গাজীপুর সদর সাব রেজিস্ট্রি অফিসের কর্মচারী মো. মোশারফ হোসেন, গাজীপুর সদরের বাসিন্দা মো. বাবুল চৌধুরী ও মো. হারুন সরকার।

জানা গেছে, তদন্তকারী কর্মকর্তা কর্তৃক সাক্ষ্য ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে দুদক পরিতুষ্ট হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৩২ ধারা এবং মামলা, ২০০৭ এর নির্দিষ্ট ১৫ এর উপ-বিধি (১) এ প্রদত্ত ক্ষমতাবলে তাদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২ 
এসএমএকে/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।